আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশি ভারতের একটি যুদ্ধবিমান এক ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির দু’জন পাইলটই অক্ষত আছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২ জন আহত হয়েছে।
দেশটির সোমবার বিমানটি রুটিন টহলের সময় রাজস্থানের যোধপুরে মিগ-২৭ মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো পরিস্কার নয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, টনার কারণ অনুসন্ধানে ভারতীয় বিমান বাহিনী তদন্তের নির্দেশ প্রদান করেছে।
মিগ-২৭ ভারতীয় বিমান বাহিনীর অনেক পুরাতন একটি বিমান যা সম্প্রতি পরিবর্তন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
১৩ জুন/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম