সোমবার, ১৩ জুন, ২০১৬, ০৮:৪৩:২৬

যেখানে স্কুলের সময় মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়া নিষেধ

যেখানে স্কুলের সময় মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক : স্কুলের সময় মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়া নিষিদ্ধ করেছে ডেনমার্কের একটি স্কুল।  স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্কুলটির ভাষ্য, ধর্ম এবং শিক্ষা একসঙ্গে চলতে পারে না।  তাই স্কুলের সময় নামাজ পড়তে পারবে না শিক্ষার্থীরা।

‘এসওপিইউ হিলেরড’ স্কুলের এ সিদ্ধান্তের প্রতিবাদে ডেনমার্কের রাজধানী কোপেনহেগের উত্তরাঞ্চলের এক মুসলিম ছাত্রী প্রতিবাদলিপি সংবলিত একটি ছবি ফেসবুকে পোস্ট করেন।  সেটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

তার প্রতিবাদলিপিতে লেখা ছিল, ‘স্কুল পরিচালকের নতুন নির্দেশনা।  কেউ একজন কি স্কুলের সময়ে নামাজ পড়তে পারবে? উত্তর হচ্ছে, ‘না’।

এদিকে এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে ইনগার মার্গারেথ জেনসেন বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের অবহিত করেছি।  এর আগে আমরা কিছু ঘটনার মুখোমুখি হয়েছি, যার কারণে স্কুলের আচরণবিধি নতুন করে মনে করিয়ে দিতে হলো।’

তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী স্কুলে প্রার্থনাগার প্রতিষ্ঠা করতে চায়।  সম্প্রতি মুসলিম শিক্ষার্থীদের আগের চেয়ে অনেক বেশি নামাজ পড়তে দেখা যায়। তারা প্রার্থনার জন্য স্কুলের হলঘর ব্যবহার করে।  এটা ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত।

শিক্ষার্থী মিয়া ভিক্টোরিয়া লানডেরোড হানসেন বলেন, আমরা মনে করি না যে, এ সিদ্ধান্ত সঠিক। এ কারণে আমরা এর বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।  আমরা মনে করি, সব শিক্ষার্থীকে স্কুল কর্তৃপক্ষের সমানভাবে দেখা উচিত।
১৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে