আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওরল্যান্ডোতে সমকামিদের নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন সম্পর্কে ধীরে ধীরে অনেক তথ্য বের হচ্ছে।
তার আফগান বংশোদ্ভূত বাবা মীর সিদ্দিক মতিন মন্তব্য করেছেন, তার ছেলের মনে এত ঘৃণা লুকিয়ে ছিল তা ঘুণাক্ষরেও তিনি বুঝতে পারেননি। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ওমর মতিনের সাবেক স্ত্রী সাংবাদিকদের বলেছেন, তার সাবেক স্বামী মানসিক ভারসাম্যহীন এবং প্রচন্ড রগচটা ধরণের মানুষ ছিলো।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই স্বীকার করে ২০১৩ সালে থেকে জঙ্গীবাদের সাথে সংশ্লিষ্টতার সন্দেহে তাকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো, কিন্তু কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সিদ্দিক মতিন অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে তিনি যে দেশ থেকে এসেছেন সেই আফগানিস্তানের লোকজনের উদ্দেশ্যে তার ছেলের ব্যাপারে কিছু কথা বলেছেন।
তিনি বলেছেন, তার ছেলের মনে যে এতো আক্রোশ বা ঘৃণা জমে ছিলো সেটা তিনি জানতেন না।
তিনি বুঝতে পারছেন না কেনো তার ছেলে পবিত্র রমজান মাসে এরকম একটি হামলা চালিয়ে ৫০ জন লোককে হত্যা করেছে।
তিনি বলেছেন, সমকামী লোকদের বিচারের ভার মানুষের নয়, শুধুমাত্র আল্লাহই তাদের বিচার করবেন।
তবে রোববার হত্যাকাণ্ডের পর তিনি জানিয়েছিলেন যে মায়ামী শহরে সমকামী দু'জন পুরুষকে চুমু খেতে দেখে তার ছেলে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেছিলো।
তবে ওমরকে তিনি 'এ ভেরি গুড বয়' অর্থাৎ খু্বই ভালো একটি ছেলে, শিক্ষিত ছেলে বলে উল্লেখ করেছেন।
মি. মতিন বলেছেন, তার ছেলে পরিবারের প্রতি অনেক দায়িত্বশীল ছিলো।
তিনি বলেছেন, তার ছেলের এধরনের কাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত এবং মার্কিন জনগণের মতো তিনিও একইভাবে শোকাহত।
১৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই