মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৩:০০:০২

৮ বছর বয়সে ম্যাট্রিক, ১৫ বছরে মাস্টার্স!

৮ বছর বয়সে ম্যাট্রিক, ১৫ বছরে মাস্টার্স!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের টপার্স কেলেঙ্কারির ঘটনায় এবার বড়সড় পর্দা ফাঁস ! খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের সাবেক বিধায়কের (সাংসদ)  ডিগ্রি ভুয়ো বলে এবার জানালেন কর্মকর্তারা। নীতীশ কুমারের দলের সাবেক এই বিধায়কের নাম ঊষা সিনহা।

সাবেক বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি বিহার রাজ্যের স্কুল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান লালকেশ্বর প্রসাদ সিংয়ের স্ত্রী। এই লালকেশ্বর সিংকে টপার্স কেলেঙ্কারিতে খুঁজছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)।

টপার্স কেলেঙ্কারিতে এবার আতসকাঁচের তলায় ঊষা সিংয়ের ভূমিকাও। ইতিমধ্যেই তা নিয়ে তদন্ত শুরু করেছেন SIT-এর কর্মকর্তারা। ঊষাদেবীকে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান পুলিশ কর্মকর্তারা।

২০১০ সালে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতার সময় ঊষাদেবীর দাখিল করা তথ্য খতিয়ে দেখছে SIT। সেসময় ৪৯ বছর বয়সি ঊষাদেবীর জন্ম ১৯৬১ সালে। কিন্তু, উত্তরপ্রদেশ এডুকেশন বোর্ডের থেকে ১৯৬৯ সালে ম্যাট্রিক পাশ করেন তিনি। অর্থাৎ, মাত্র ৮ বছর বয়সেই ম্যাট্রিক পাশ করে ফেলেন ঊষাদেবী।

এখানেই শেষ নয়, তথ্যে ঊষা সিনহা জানিয়েছেন, অওয়াধ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি। কিন্তু, অওয়াধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৯৭৫ সালে। অর্থাৎ, মাত্র এক বছরেই মাস্টার্স ডিগ্রি লাভ ঊষাদেবীর। আরও আছে! মাত্র ২৩ বছর বয়সেই Ph.D শেষ করেন ঊষা সিনহা। পাটনার কমার্স কলেজের হিন্দি বিভাগে কর্মরত ঊষাদেবীও স্বামীর সঙ্গে বর্তমানে পলাতক।  
১৪ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে