আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশের পর্যটন ও বাণিজ্যকেন্দ্রগুলির মধ্যে অন্যতম চট্টগ্রাম। প্রকৃতির শোভায় চোখ জুড়িয়ে যায়। চট্টগ্রামের সৌন্দর্য চুটিয়ে উপভোগ করতে চান যে সব পর্যটক, তাঁদের জন্য সুখবর। খুব শীঘ্রই একটি সেতু পেরলেই পৌঁছে যাওয়া যাবে চট্টগ্রামে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সেতুবন্ধন হতে চলেছে চট্টগ্রামের। ফলে আরও দৃঢ় হবে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক।
ত্রিপুরার ফেনি নদীর উপর তৈরি করা হচ্ছে ওই সেতু। ইতোমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। গত বছর ৬ ও ৭ জুন বাংলাদেশ সফরের সময়ই ফেনি নদীর উপর প্রস্তাবিত সেতুর শিল্যান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সংবাদ সংস্থা সূত্রের খবর, চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ সীমান্ত শহর সাবরুমের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার। ফলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তর-পূর্ব ভারতের মধ্যে পণ্য পরিবহণ আরও সহজ হবে। ফলে বাণিজ্যিক উন্নতি ঘটবে। ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগের ওই সেতু তৈরির যাবতীয় খরচই করছে ভারত। সেতুটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার পূর্তদপ্তরকে। ত্রিপুরার পূর্তমন্ত্রী বাদল চৌধুরির কথায়, 'সেতুটি তৈরি করতে দেবে শুধু ভারতই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাণিজ্যও সহজ করবে ওই সেতু।'
১৪জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম