আন্তর্জাতিক ডেস্ক: নীল দিগন্তে আবার ম্যাজিক! জাদুকরের নাম বাবুল সুপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫,০০০ ফিট উচ্চতায় নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন সঙ্গীতশিল্পী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাত্রী রচনা শর্মা দিল্লির বাসিন্দা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী অগস্ট মাসে বিয়ে করছেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। জীবনে দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দিল্লির বাসিন্দা পেশায় বিমানসেবিকা রিচা শর্মার সঙ্গে।
বাবুল জানিয়েছেন, দুই বছর আগে মুম্বই-কলকাতা জেট এয়ারওয়েজের উড়ানে রিচার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। পয়লা দর্শনেই আকাশ-সুন্দরীকে মন দিয়ে ফেলেন মন্ত্রীমশাই। কিন্তু রচনা কি তাতে সাড়া দেবেন? বাবুলের স্বপ্ন কি বাস্তব রূপ পাবে? কন্যার মন জয় করতে এরপর রীতিমতো উদ্যোগী হয়ে ওঠেন বাবুল। টানা ৪০ দিন ধরে গানে গানে প্রেম নিবেদন করে চলেন। জানিয়েছেন, রচনার জন্য রোজ একটি করে গান স্বকণ্ঠে গেয়ে রেকর্ড করে পাঠাতেন। চল্লিশ দিন পর অবশেষে প্রেমের এই জোয়ারের সামনে আত্মসমর্পণ করেন রিচা।
রোমান্টিক সম্পর্কে বাঁধা পড়ার পর দু' বছর ধরে চলে প্রেমপর্ব। অবশেষে আগামী ৯ অগস্ট বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন যুগল। কিছু দিন আগে বাবুলের মায়ের উপস্থিতিতে এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।-এই সময়
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ