আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পর এবার সংঘাপূর্ণ লিবিয়াতেও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। দেশটিতে ন্যটোর সম্ভাব্য অভিযান চালানোর অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলোভ।
তিনি বলেন, লিবিয়ায় ন্যাটো অভিযান চালানোর যে কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট অনুমতি ছাড়া এ জাতীয় কথার কোনো ভিত্তি নেই বলে জানান তিনি।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কয়েক বছর আগে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে একেবারে উল্টো অর্থে ব্যবহার করতে দেখা গেছে। কাজেই এ বারে লিবিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য ন্যাটোকে কোনো অনুমোদন রাশিয়া দেবে না বলেও ঘোষণা করেন তিনি।
১৪ জুন, ২০১৫/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম