মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০২:৫০:২৭

পবিত্র রমজানে নাচ, গান ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ গাম্বিয়ায়

পবিত্র রমজানে নাচ, গান ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ গাম্বিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে দেশের অভ্যন্তরে সকল প্রকার নাচ, গান ও বাদ্য-বাজনা নিষিদ্ধ করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। এই নিষেধাজ্ঞা অমান্য করলে নাগরিকদের গ্রেপ্তার করা হবে এবং এখন পর্যন্ত এই নিয়ম কেউ ভঙ্গ করেনি বলে পুলিশ জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার ছোট এই দেশটির প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ গত বছরের ডিসেম্বরে ইসলামি শরীয়াহ আইন চালুর ঘোষণা প্রদান করেন।

গাম্বিয়া পুলিশের মুখপাত্র সোমবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রমজানের শুরু থেকে সাধারণ মানুষ এই নির্দেশ মেনে চলছে। নির্দেশ অমান্য করার জন্য এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি’।

গত সপ্তাহে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পবিত্র রমজান মাসে নাচ, গান ও বাদ্যযন্ত্র সংশ্লিষ্ঠ সকল অনুষ্ঠান ও উৎসব সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো’।

এছাড়া বিবৃতিতে এই আইন অমান্যকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
১৪ জুন, ২০১৫/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে