মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৫:৪২:০২

সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ১৫টি দেশে মার্কিন সেনা রয়েছে : ওবামা

সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ১৫টি দেশে মার্কিন সেনা রয়েছে : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বের ১৫টি দেশে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আমেরিকার সেনাবাহিনী রয়েছেন।

গতকাল (সোমবার) প্রকাশিত কংগ্রেসে দেয়া দ্বিবার্ষিক বিবৃতিতে বারাক ওবামা সন্ত্রাসের বিরুদ্ধে কথিত যুদ্ধে ওয়াশিংটনের কৌশল বিন্যস্ত করেন। এতে এই যুদ্ধের নির্দিষ্ট কোনো টাইমলাইন নেই বলে মনে হচ্ছে।

প্রেসিডেন্ট ওবামা বলেন, আমেরিকার প্রতি সন্ত্রাসের হুমকি মোকাবেলায় সেনা মোতায়েনের সময় বা সুনির্দিষ্ট সুযোগ সম্পর্কে বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কংগ্রসের অনুমোদন ছাড়াই কেবলমাত্র জন আইন এবং ওয়ার পাওয়ার রেজুলেশনের আওতায় তিনি এসব অভিযানের আদেশ দিয়েছেন বলে জানান ওবামা।

আফগানিস্তান, ইরাক, সিরিয়া, তুরস্ক, সোমালিয়া, ইয়েমেন, জিবুতি, লিবিয়া, কিউবা, নাইজার, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মিশর, জর্ডান এবং কসোভোতে মার্কিন সেনাদেরকে বারাক ওবামা নির্দিষ্ট মিশনে নিযুক্ত করেছেন।

আমেরিকার অভ্যন্তরে হামলা প্রতিরোধ করার পাশাপাশি সার্বিক নিরাপত্তা স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেয়ার স্বার্থেই বিদেশে মার্কিন সেনা মোতায়েন করা অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

সন্ত্রাসী হুমকি মোকাবেলায় 'মার্কিন নাগরিক এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনে আরো অতিরিক্ত ব্যবস্থা নিতেও তিনি প্রস্তুত' বলে জানান বারাক ওবামা। তবে দেশে দেশে কথিত সন্ত্রাস বিরোধী লড়াই বন্ধের প্রতিশ্রুতি দিয়ে গত সাত বছর আগে হোয়াইট হাউজ যুদ্ধে জয়ী হওয়া বারাক ওবামার এই ঘোষণা অনেককে হতবাক করেছে।
১৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে