মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৬:১৭:৪৯

মানুষ মারার দায়ে ১৮ সিংহ কাঠগড়ায়!

মানুষ মারার দায়ে ১৮ সিংহ কাঠগড়ায়!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের গির জঙ্গলে একটি মানুষখেকো খুঁজতে ১৮টি সিংহকে আটক করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি সিংহের হামলায় তিনজনের মৃত্যুর পর জঙ্গলের সিংহদের গণহারে আটক করা হচ্ছে।

বন কর্মকর্তারা বলছেন, পায়ের ছাপ এবং মল-মূত্র পরীক্ষা করে "অপরাধী" সিংহটিকে সনাক্ত করার চেষ্টা করছেন তারা। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

সনাক্ত করার পর সিংটিকে আজীবনের জন্য চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়া হবে। অন্যদের ফের জঙ্গলে ছেড়ে দেয়া হবে।

গুজরাটের গির অভয়ারণ্য এশিয় সিংহের একমাত্র আবাসস্থল। সম্প্রতি জঙ্গলের সীমানার বাইরে ছয়টি পৃথক সিংহের হামলা হয়েছে এবং ঐ সব হামলায় তিনজন মারা গেছে।

গুজরাটের শীর্ষ বন কর্মকর্তা জে এ খান বলেছেন, 'সিংহগুলোকে গত দুই মাস ধরে আটক করে ভিন্ন ভিন্ন খাঁচায় রেখে পরীক্ষা করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে অপরাধী সিংটিকে আমরা সনাক্ত করতে পেরেছি..তবে আরো কিছু পরীক্ষার জন্য অপেক্ষা করছি।'

বন্য-পশু বিশেষজ্ঞ রুচি দেব বলেছেন, পায়ের ছাপ এবং মল-মূত্র দিয়ে সিংহের আচরণ সনাক্ত করা যায়।

"সেই সাথে খাঁচায় সিংহগুলোর আচরণও পর্যবেক্ষণ করা হচ্ছে, মানুষখেকো হয়ে গেলে সিংহেরা মানুষ দেখলে হিংস্র হয়ে ওঠে।"

বিশেষজ্ঞরা মনে করেন, গিরের জঙ্গলে সিংহের সংখ্যা বাড়তে থাকায় সিংহদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিচ্ছে।

গুজরাটের সাবেক প্রধান বন কর্মকর্তা গোবিন্দ প্যাটেল বলেছেন, গিরের অভয়ারণ্যে এখন ২৭০টির মত সিংহ রয়েছে। সংখ্যা বাড়ার ফলে কিছু সিংহের দল মূল জঙ্গলের বাইরে গিয়ে থাকার চেষ্টা করছে।
১৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে