আন্তর্জাতিক ডেস্ক : কয়লার আগুনের ওপর দিয়ে হাঁটছিলেন বাবা। কোলে আট বছরের ছোট্ট ছেলে। কিন্তু মাঝপথেই কোনো ভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।
কোল থেকে ওই আগুনের গর্ভে পড়ে যায় ছেলে। তিনিও টাল সামলাতে না পেরে পড়ে যান তপ্ত কয়লার মধ্যেই। গা শিউরে উঠা ঘটনা!
তাদের সামনে-পেছনে হেঁটে চলা কয়েকজন কোনোক্রমে উদ্ধার করেন বাবা-ছেলেকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান।
চিকিত্সকেরা জানিয়েছেন বাবার শরীর ১৫ শতাংশ পুড়ে গেছে। আর ছেলে কার্তিকের শরীর পুড়ে গেছে প্রায় ৭০ শতাংশ। কুসংস্কার মানতে গিয়ে প্রাণটাই চলে যাওয়ার উপক্রম হয়েছিল তাদের।
আনন্দবাজারের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
পাঞ্জাবের জলন্ধরে এ সময়টায় কাজি মান্ডিতে মা মারিয়াম্মার উৎসব চলে। সেই উপলক্ষে গোটা দেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী আসেন।
তলায় রাখা গনগনে কয়লার আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়াটাই এ অনুষ্ঠানে প্রথা। আট থেকে আশি— সবাই ওই সংস্কার মেনে চলেন।
সেই মতো কার্তিক এবং তার বাবাও আগুনের ওপর দিয়ে হাঁটছিলেন। নিয়ম মতো আগুনের ওপর দিয়ে হাঁটার আগের সাতদিন উপোস থাকতে হয়।
বাবা-ছেলে সেই রীতিও মেনেছিলেন। চিকিৎসকদের মতে, বেশ কয়েকদিন না খাওয়ার ফলেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন বাবা। যার ফলেই আগুনে পা দেয়ার পর ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম