মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৯:০০:১২

অল্পের জন্য প্রাণে বাঁচল ১৯৮ বিমানযাত্রী

অল্পের জন্য প্রাণে বাঁচল ১৯৮ বিমানযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ১৯৮ জন বিমানযাত্রী।  আজ মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামার সময় স্পাইস জেট সংস্থার একটি বিমানের সামনের চাকা ফেটে যায়।

যদিও এ দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আজ দুপুরে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয় স্পাইস জেট ৬২৩ বিমানটি।  বাগডোগরা বিমানবন্দরে নামার সময় হঠাৎই বিমানটির সামনের চাকা ফেটে যায়।

সঙ্গে সঙ্গেই বিমানচালক বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন।  নামিয়ে আনা হয় বিমানযাত্রীদের।

বর্তমানে বাগডোগরা বিমানবন্দরে বিমানের চাকা মেরামত করা হচ্ছে এবং রাত ৯ টায় ফের সেটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা বলে বিমানবন্দর ডিরেক্টর আর কে সহায় জানিয়েছেন।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে