আন্তর্জাতিক ডেস্ক : গোলমালটা কোথায়? ভাবছেন মনে হয় অন্যকিছু। তবে ঘটনা শুনলে লজ্জায় মরে যাবেন। এদের সম্পর্কে জানেন? একেবারে সর্বনাশ!
ঘটনা ভারতের বিহারে।
এ রাজ্যের দক্ষিণ দিনাজপুরে শোরগোল অন্য কারণে। ভিত্তিটা কিন্তু সেই একই। এখানে অবশ্য গোঁজামিলে টপার হয়ে যাননি কেউ। ৭৫ জন শিক্ষার্থী স্রেফ গোল্লা পেয়েছেন। তাও আবার ৫০০ নম্বরের মধ্যে।
ঘটনাটা বালুরঘাট BEd কলেজের। কলেজের ১৯৯ জন পড়ুয়ার মধ্যে শূন্য পেয়েছেন ৭৫ জন। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য কলেজের সঙ্গে বালুরঘাট BEd কলেজেও ফাস্ট সেমিস্টার পরীক্ষা হয়।
মোট ১৯৯ জন পরীক্ষার্থী ছিলেন ওই পরীক্ষায়। আজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ফাস্ট সেমিস্টারের ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর চক্ষু চড়কগাছ। ১৯৯ জনের মধ্যে ৭৫ জন পরীক্ষার্থী শূন্য পেয়েছেন।
কীভাবে এটা হলো বুঝে উঠে পারছেন না অকৃতকার্যরা। মোট ৫০০ নম্বরের মধ্যে এতজন কীভাবে শূন্য পায় প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা।
তাদের অভিযোগ, বেসরকারি এই BEd কলেজে ভর্তি হওয়ার সময় মোটা টাকা নেয়া হয়েছিল এবং আশ্বাস দেয়া হয়েছিল ভালো ফল করবে সবাই। ফলাফল দেখে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তিন পরীক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ ববি মহন্ত জানান, এমন ফল কেন হল তা জানা নেই। হাতে মার্কশিট এলেই পুরো বিষয়টা বলতে পারব। তবে পুরো বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম