বুধবার, ১৫ জুন, ২০১৬, ০৩:১০:১৬

ভারতে ঢুকে পড়লো চীনা সেনাবাহিনী

ভারতে ঢুকে পড়লো চীনা সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : আর রাখঢাক নয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বড় কর্তারা স্বীকার করে নিলেন, ভারতে অনুপ্রবেশ করেছে চীনা সেনাবাহিনী৷ গত সপ্তাহে অরুণাচল প্রদেশের ইয়াংসেতে চীনা সেনারা ঢুকে পড়েছিল৷ ঠিক যে সময় ভারত আন্তর্জাতিক পরমাণু ক্লাবে প্রবেশ করার জন্য বিভিন্ন মিত্র দেশগুলির সমর্থন আদায়ে ব্যস্ত ছিল৷

ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয় ও ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে খবর, গত ৯ জুন পিপলস লিবারেশন আর্মির প্রায় ২৫০ জন সদস্য ভারতীয় সীমানায় ঢুকে পড়ে৷ চারটি দলে বিভক্ত হয়ে তারা এ দেশে ঢুকে পড়ে৷ অরুণাচলের পূর্বে কামেং জেলায় ঢুকে তারা ‘রেইকি’করে গিয়েছে৷

চীনা সেনার অনুপ্রবেশ নিয়ে ভারত এখনই বিশেষ হইচই করতে নারাজ৷ কারণ বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহেই সিওলে এনএসজি বৈঠক রয়েছে৷ তার আগে মিত্র-শত্রু কোনও দেশের সঙ্গেই সংঘাতে জড়িয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের শক্তির আগাম পরিচয় দেবে না৷ ৪৮ সদস্যের এনএসজি-তে ভারতের প্রবেশের বিরুদ্ধে এখনও সবচেয়ে অনড় অবস্থান চীনের৷ তারা চায়, ভারত নয়, পরমাণু ক্লাবে ঢুকুক পাকিস্তান৷ যদিও ভারত ইতিমধ্যেই সদস্য দেশ মেক্সিকো, ইতালি, সুইজারল্যান্ড ও খোদ আমেরিকার সমর্থন পেয়ে গিয়েছে৷
১৫ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে