বুধবার, ১৫ জুন, ২০১৬, ১০:৫৯:৩২

অরল্যান্ডোর ক্লাবে হামলায় অভিযুক্ত হতে পারেন মতিনের স্ত্রী সুলতানা

অরল্যান্ডোর ক্লাবে হামলায় অভিযুক্ত হতে পারেন মতিনের স্ত্রী সুলতানা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর নাইটক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী ওমর মতিনের স্ত্রীকেও অভিযুক্ত করা হতে পারে বলে জানা গেছে।

এর জন হামলাকারী মতিনের স্ত্রী নূর সুলতানার বিষয়ে তদন্তের জন্য প্রসিকিউটররা গ্যান্ডজুরির প্রতি আহ্বান জানানো হয়েছে। ফক্স নিউজ এবং রয়টার্স বিভিন্ন সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করা হয়েছে।

যদিও স্বামী ওমর মতিনকে ওই পালস ক্লাবে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন বলে পুলিশকে জানিয়েছিলেন তার স্ত্রী নূর সুলতান।

এদিকে ফ্লোরিডায় ওই ক্লাবে গত রোববার রাতে চালানো এই হামলাকে মনে করা হচ্ছে সাম্প্রতিক মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বন্দুক হামলার ঘটনা। এ হামলায় প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারালেও, আহত হয়েছেন আরও অর্ধশত। তাদের মধ্যে ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক।

এর আগে মুসলিম যুবক ওমর মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি ব্রাজিলের এক টিভিকে বলেছেন, তার সাবেক স্বামী নিজেও বিতর্কিত ওই কাজে জড়িত ছিলেন বলে তিনি জোর সন্দেহ করতেন।
১৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে