আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজানে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লাখ ফিলিস্তিনিবাসী।
এ বিষয়ে ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপের নির্বাহী পরিচালক আয়মান রাবি জানান, ইসরায়েলের জাতীয় পানি বিতরণ কোম্পানি মেকরট ফিলিস্তিনের জেনিন পৌর শহর, নাবালুসের কয়েকটি গ্রাম এবং সালফিত শহর ও এর আশেপাশের গ্রামে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি এলাকায় ৪০ দিনেরও বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি বলেন, ‘ ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসীরা গাড়ি অথবা ঝর্ণা থেকে পানি দিয়ে কোন রকম জীবন কার্য পরিচালনা করছে। প্রতিদিন দুই, তিন অথবা ১০ লিটার পানি দিয়ে পুরো পরিবারের জীবনযাপন করতে হচ্ছে।’
১৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর