বুধবার, ১৫ জুন, ২০১৬, ০৫:২০:৫৬

'রাশিয়া এসব মোটেও ভয় পায় না'

'রাশিয়া এসব মোটেও ভয় পায় না'

আন্তর্জাতিক ডেস্ক : মস্কো অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, রাশিয়ার সীমান্তের কাছে চার ব্যাটেলিয়ান সেনা মোতায়েনের ন্যাটো পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রুশ সংসদের নিম্নকক্ষ ডুমার চেয়ারম্যান ভ্লাদিমির কোমোইয়েদোভ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, চার ব্যাটেলিয়ান ন্যাটো সেনা মোতায়েনে মোটেও আতংকিত বোধ করছে না রাশিয়া। এ সব সেনা মস্কোর জন্য কোনো বিপদ নয় উল্লেখ করে তিনি আরো বলেন, ২০ বছর আগে রুশ সামরিক বাহিনী যা ছিল এখন তা আর সে অবস্থায় নেই। অবশ্য রুশ সীমান্তের কাছে ন্যাটোর অব্যাহত সামরিক অবস্থান জোরদার করাকে বিপদজনক হিসেবে উল্লেখ করেন তিনি।

এর বিপরীতে রাশিয়া যে সব পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে বা করবে তা মস্কোর অংশীদাররা সূচনা থেকেই বুঝতে পারবে বলেও জানান তিনি।
১৫ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে