বুধবার, ১৫ জুন, ২০১৬, ০৮:২০:৫২

আড়াই বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে ধরা খেল ৫ ডাকাত

আড়াই বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে ধরা খেল ৫ ডাকাত

আন্তর্জাতিক ডেস্ক : বড়দের থেকে কোনো অংশে কম নয় আড়াই বছরের শিশু।  শিশুটির উপস্থিত বুদ্ধিতে ধরা খেল সশস্ত্র ৫ ডাকাত।
   
সশস্ত্র ডাকাতদের হামলায় বিচলিত না হয়ে মা ও প্রতিবেশী এক তরুণীকে রক্ষা করলো ওই শিশুটি।

ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার গুরগাঁওয়ের সেক্টর ১০ এলাকায়।

জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে এক বাড়িতে হানা দেয় ৫ সদস্যের সশস্ত্র ডাকাত দল। তাদের মধ্যে একজন গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন।

প্রথমে তারা দোতলায় হানা দেয়।  বাড়িতে তখন আড়াই বছরের মেয়ে নিয়ে একাই ছিলেন মা।  তার মার হাত-পা বেঁধে অনৈতিককাজ করে ডাকাতরা। সেইসঙ্গে বাসায় ডাকাতি করে তারা।  যদিও শিশুটিকে বাঁধেনি ডাকাতরা।

এরপর তিনতলায় হানা দেয় ডাকাতরা।  সেখানে ৬ বছরের এক ভাইঝির সঙ্গে বাড়িতে একাই ছিলেন এক তরুণী।  তার মাথায় বন্দুক ঠেকিয়ে হাত-পা বেঁধে তাকেও অনৈতিককাজ করে ডাকাতরা।    

ডাকাতরা যখন তিনতলায় উপস্থিত তখন বুদ্ধিকে কাজে লাগিয়ে মায়ের বাঁধন খুলে দেয় আড়াই বছরের শিশুটি।  

পরে চিৎকার শুরু করেন ওই নারী।  তার চিৎকারে জড়ো হয় লোকজন।  বাসায় ঢুকে এক ডাকাতকে ধরে ফেলে তারা।

ডাকাতদের মারধর করে তারা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে সশস্ত্র এক ডাকাতকে গ্রেপ্তার করে।  তবে নারীর চিৎকার শুনে আগেই পালিয়েছিল চার ডাকাত।

কিন্তু শেষ রক্ষা হয়নি পালিয়ে যাওয়া ডাকাতদের। গ্রেপ্তার হওয়া ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের উত্তরপ্রদেশের সিকানদরাবাদ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
১৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে