বুধবার, ১৫ জুন, ২০১৬, ১০:৫১:৫৩

কাঁদলেন, কাঁদালেন ওবামা

কাঁদলেন, কাঁদালেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাধর রাষ্ট্রের দুই মেয়াদের প্রেসিডেন্ট বারাক ওবামা।  দায়িত্ব শেষ হওয়ার আর মাত্র বাকি কয়েক মাস।  

এ পর্যায়ে বড় মেয়ে মালিয়ার গ্র্যাজুয়েশন শেষ হওয়ায় খবর শুনেই আনন্দে কেঁদে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  তার কান্নায় উপস্থিত অনেককেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

জানা যায়, যুক্তরাষ্ট্রে নারীদের জন্য ‘প্রতিকূল সময়ে’ কীভাবে তার বড় মেয়ে স্কুল গ্যাজুয়েশন শেষ করলেন তা ভেবেই চোখের পানি ফেলেন ওবামা।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত উইমেন সামিটে আবেগাপ্লুত ওবামা বলেন, আপনাদের কেউ কেউ জানেন, গত শুক্রবার আমার বড় মেয়ে মালিয়া তার স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে।  আমি ওইদিন পেছনে বসে ছিলাম এবং চোখে কালো গ্লাস পড়েছিলাম।

তিনি বলেন, একবার কাঁন্না করছিলাম, কিন্তু আমি শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলাম না।  যে কারণে শব্দ করে কাঁদছিলাম।  আমার সামনে এবং পেছনে বসা লোকজন আমার দিকে তাকান, তারপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করি।

ওয়াশিংটনের সিডওয়েল ফ্রেন্ডস স্কুল থেকে গত শুক্রবার গ্যাজুয়েশন শেষ করেন ১৭ বছরের মালিয়া। সেখানে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাক ওবামা।

প্রতিকূল পরিবেশে মেয়ের গ্র্যাজুয়েশন সম্পন্নের কথা ভেবেই তার চোখে পানি এসেছিল বলে জানিয়েছেন ৫৪ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট।

মালিয়া বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তবে এক বছরের ছুটি নিয়েছেন তিনি।
১৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে