বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ০৩:১১:২৮

ইরানি ধর্ম প্রচারককে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

ইরানি ধর্ম প্রচারককে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রেলিয়া সফররত ইরানের এক ধর্ম প্রচারকের ভিসা বাতিল করে দেশত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ‘সমকামীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত’ তার এমন বক্তব্য অরল্যান্ডো হামলার আদর্শিক খোরাক যুগিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।  
 
ব্রিটিশ বংশোদ্ভূত শিয়া আলেম শেখ ফররুখ শেকালেশফার গত এপ্রিলে ফ্লোরিডার স্টানফোর্ডে হুসেইনি ইসলামিক সেন্টারে এক ধর্মীয় বক্তৃতা প্রদান করেন। ‘সমকামীদের সাথে কেমন আচরণ হওয়া উচিত’ শীর্ষক এ বক্তৃতায় তিনি বলেন, ইসলামি আইন অনুসারে সমকামীদের মৃত্যুদণ্ড দেওয়া ন্যায়বিচারের মধ্যে পড়ে।
 
তাছাড়া ২০১৩ সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, এখানে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। এ ধরনের মানুষদের (সমকামী) জন্য মৃত্যুই একমাত্র শাস্তি। তার এই প্রণোদনামূলক বক্তৃতা হামলাকারীকে উৎসাহিত করে থাকতে পারে বলে জোরেসোরে আলোচনা করা হচ্ছে। ঐ হামলায় ৪৯ জন নিহত হয়েছে। -এবিসি
১৬জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে