আন্তর্জাতিক ডেস্ক : দিন দুয়েক আগের ঘটনা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে টুইটারে ‘প্রিয়’ বলে সম্বোধন করেন বিহারের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী।
যদিও এ ঘটনার প্রতিবাদে সেই সময়ই সরব হন তিনি। এ ঘটনার পরই তাকে টুইটারে বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হতে হয়েছে তাকে। এভাবে ‘প্রিয়’ সম্বোধনকে সমর্থন করেন না তিনি বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন স্মৃতি।
সমালোচকদের কড়া জবাব দিয়ে তিনি ফেসবুক একটি পোস্টও করেছেন।
স্মৃতি বলেন, ‘সাধারণ মধ্যবিত্ত পরিবার বা যেকোনো উচ্চপদস্থ চাকরি বা রাজনীতি সব জায়গাতেই মহিলাদের পরামর্শ দেয়া হয়।
বলা হয়, কোনো সমালচনার জবাব দিতে না। আরো বলেন, একজন মহিলাকে যদি কেউ অসম্মান করে, তাহলে তাকে কড়া জবাব দেয়া উচিত সেই মহিলার।
১৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম