বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ১০:২২:১৫

যুক্তরাজ্যে মহিলা এমপিকে গুলি

যুক্তরাজ্যে মহিলা এমপিকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের বামপন্থী লেবার পার্টির নেত্রী ও সংসদ সদস্য জো কক্সকে তার অফিসের সামনে ছুরিকাঘাত ও গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।  গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জো কক্সের সহকারী তার ওপর হামলার কথা নিশ্চিত করেছেন।

বিবিসির খবরে এ খবর জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪১ বছর বয়সী জো কক্স ছুরিকাঘাত ও গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন।  এ হামলায় জো কক্স ছাড়াও অন্য আরেক লোক সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেবার এমপিকে উদ্দেশপ্রণোদিতভাবেই হামলা করা হয়েছে।  

পরে রক্তাক্ত অবস্থায় এমপি কক্সকে পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের পাশেই পশ্চিম ওয়ার্কশায়ারের ব্রিসটলের মার্কেট স্ট্রিট থেকে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে