শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০৬:১৫:১০

আকাশে উড়ল ভারতের তৈরি বিমান

আকাশে উড়ল ভারতের তৈরি বিমান

আন্তর্জাতিক ডেস্ক : আকাশে উড়ল ভারতে তৈরি বেসিক ট্রেনার এয়ারক্রাফট হিন্দুস্থান টারবো ট্রেনার-৪০। আজ ১৭ জুন শুক্রবার এই বিমানের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড তৈরি করেছে দুই সিটের এই এয়ারক্রাফট।

হাল এয়ারপোর্ট থেকে এদিন বিমানটি উড়িয়ে নিয়ে যান গ্রুপ ক্যাপ্টেন সি সুব্রহ্মন্য ও গ্রুপ ক্যাপ্টেন বেনুগোপাল। ১০-১৫ মিনিট ওড়ানো হয় বিমানটি।

তিন বাহিনীর প্রাথমিক স্তরের ট্রেনিং-এর জন্য ব্যবহার করা হবে এই বিমান। ভারতে মোট ৭০টি HTT-40 বিমান তৈরি করা হবে। ২০১৫-র মে মাসে এই বিমান তৈরি সম্পূর্ণ হয়। উড়তে লাগল আরো এক বছর। ইউপিএ-র আমলে এই প্রকল্পের কাজ শুরু হয়।

এদিন উদ্বোধনে উপস্থিত হয়ে পারিক্কর উৎসাহিত করেন এয়ারফোর্সের সদস্যদের। অভিনন্দন জানান HTT-40-র টিমকে। এই এয়ারক্রাফট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরকারের অ্যাডভান্স ছাড়াই HAL নিজেদের ফান্ড থেকে ৩৫০ কোটি খরচ করে তৈরি করেছে বিমানটি।
১৭ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে