রবিবার, ১৯ জুন, ২০১৬, ০৭:১৭:৩৫

ওমরাহকারীদের নিয়ে হিমশিম অবস্থা

ওমরাহকারীদের নিয়ে হিমশিম অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক :ওমরাহকারীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত বছর পবিত্র রমজানে ওমরাহ করতে গ্রান্ড মসজিদ পরিদর্শন করেছেন ২ কোটি ৬০ লাখেরও বেশি মুসল্লি। চলতি বছর এ সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই বিপুল সংখ্যক ওমরাহকারীর স্থান সংকুলান নিয়ে। এ নিয়ে যেসব কর্মকর্তা কাজ করেন তারা হিমশিম খাচ্ছেন। বিশেষ করে পবিত্র রমজানে সওয়াব বেশি হওয়ার আশায় অনেক মানুষ একাধিকবার ওমরাহ করেন। এ জন্য ওমরাহ আইন সংস্কারের কথা বলা হচ্ছে। মক্কা পুলিশের সাবেক সহকারী প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আল বুনিয়ান এ বিষয়ে যে আইন প্রস্তাব করেছেন যদি তা পাস হয় তাহলে পবিত্র রমজানে ওমরাহকারীরা রমজানে একবারের বেশি ওমরাহ করতে পারবেন না। আল বুনিয়ান যুক্তি দেখান এ আইন পাস হলে ভিড় অনেক কমবে। ফলে আইনপ্রয়োগকারীরা অধিক কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। তিনি বলেন, যারা একাধিকবার ওমরাহ করেন তাদের বোঝা উচিত যে, গ্রান্ড মসজিদে যেসব নিরাপত্তা রক্ষী রয়েছেন তারাও মানুষ। তাদেরও একটা সীমাবদ্ধতা আছে। তার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন মানাল আল ওতাইবি। তিনি প্রস্তাব করেন, প্রতি দু’বছর পর পর কর্তৃপক্ষ ওমরাহ ভিসা ইস্যু করলে এই মুসল্লিদের ভিড় কমবে। কিন্তু এসব প্রস্তাবের সঙ্গে আবার অনেকেই একমত নন। এমন একজন মক্কায় বসবাসকারী মুহাম্মদ আল সুলাইমি। তিনি বলেন, ধর্মীয় পুরস্কার অর্জনের জন্য তিনি বার বার রমজানের সময় ওমরাহ করতে চান। মিশরের ওমরাহকারী ওসমান আল সাঈদ বলেন, অনেক ওমরাহকারী তাদের মৃত পিতামাতা ও আত্মীয়স্বজনের জন্য দোয়া চাইতে বার বার ওমরাহ করেন। আবার অনেকে মক্কায় হজ করার সামর্থ্য রাখেন না। তারা একাধিকবার ওমরাহ করেন। তাই মিশরের অনেক গরিব মানুষ সংগ্রাম করে কিছু অর্থ জমা করেন। সেই অর্থ দিয়ে তারা মক্কা আসেন ওমরাহ করতে।-এমজমিন

১৯জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে