সোমবার, ২০ জুন, ২০১৬, ০৮:০৩:০২

রাশিয়ার বিমানকে থামাতে পারেনি মার্কিন বিমান

রাশিয়ার বিমানকে থামাতে পারেনি মার্কিন বিমান

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর রাশিয়ার বোমা বর্ষণে বাধা দিতে ব্যর্থ হয়েছে আমেরিকার একটি এফএ-১৮ জঙ্গিবিমান। মার্কিন ‘ডেইলি বিস্ট’ ও লস অ্যাঞ্জেলেস টাইমস-এর বরাত দিয়ে প্যারিস টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

পত্রিকাটি বলেছে, গত ১৬ জুনে সিরিয়া-জর্দান সীমান্তে এ ঘটনা ঘটেছে। ওই দিন রাশিয়ার দুই ইঞ্জিনবিশিষ্ট কয়েকটি এসইউ-৩৪ বোমারু বিমান মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের ওপর বোমা বর্ষণের জন্য যায়। কিন্তু ঘটনা টের পেয়ে মার্কিন এফএ-১৮ বিমান আকাশে ওড়ে এবং রুশ বিমানকে সেখানে বোমা না ফেলার জন্য বার্তা দেয়। এ সময় দু পক্ষের বিমানগুলো খুব কাছাকাছি চলে আসে। ওই এলাকায় ২০০ সন্ত্রাসী অবস্থান করছিল যাকে আমেরিকা ‘সীমান্ত গ্যারিসন’ বলে অভিহিত করেছে।

মার্কিন বার্তা পেয়ে রুশ বিমান প্রথমে এলাকা ছেড়ে চলে গেলেও পরে আবার ফিরে গিয়ে সন্ত্রাসীদের ওপর বোমা বর্ষণ করে। আমেরিকা দাবি করছে, ওই এলাকায় মার্কিন সমর্থিত এসব গেরিলা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। বোম হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ঘটনার পরদিন রুশ ও মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছে।
২০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে