সোমবার, ২০ জুন, ২০১৬, ০৯:৪৭:১৭

মেয়ের সামনেই মাকে নৃশংস ভাবে হত্যা করল বাবা

মেয়ের সামনেই মাকে নৃশংস ভাবে হত্যা করল বাবা

আন্তর্জাতিক ডেস্ক : দু’বছরের মেয়ের সামনেই নৃশংস ভাবে খুন হতে হলো তার মাকে। আর এই খুনটি করল তারই বাবা। স্ত্রীকে খুন করে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ৩৫ বছর বয়সী অশোক লখনলাল সুরা। ঘটনাটি ঘটেছে ভারতের অওরঙ্গবাদের জালনায়।

পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর সামান্য কারণে কথা কাটাকাটি শুরু হয়। তার পর তা বিশাল আকার ধারণ করে। পরে মেয়ের সামনেই শ্বাসরুদ্ধ করে নৃশংস ভাবে স্ত্রীকে হত্যা করে অশোক।

পেশায় ব্যবসায়ী অশোকের বিয়ে হয় ছয় বছর আগে। তাদের দুইটি সন্তানও রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওল্ড মন্ধায় নিজের একটি মুদি দোকান রয়েছে অশোকের। যৌথ পরিবারে থাকলেও স্ত্রী-র সঙ্গে প্রায়ই অশান্তি লেগে থাকে তার। তাদের আরো অভিযোগ, অশোক সব সময় নেশাগ্রস্থ থাকতেন এবং তার চিকিত্সাও চলছিল বলে জানান পুলিশ।
২০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে