আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘গুলি করে হত্যার চেষ্টা’ করেছে এক ব্রিটিশ যুবক। নির্বাচনী সমাবেশে তাকে হত্যার উদ্দেশ্যে এক পুলিশ অফিসারের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ওই তরুণ। তিনি বলেছেন, ডোনাল ট্রাম্পকে গুলি করার চেষ্টা করছিলেন।
আদালতের নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে। ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্সধারী মাইকেল স্টিভেন স্যানফোর্ড এখন নেভাদা অঙ্গরাজ্যের পুলিশি হেফাজতে রয়েছেন।
শনিবার লাস ভেগাসে ট্রাম্পের একটি সমাবেশে পোষাকধারী একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে জোরপূর্বক অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করার পর মাইকেল স্যানফোর্ডকে গ্রেপ্তার করা হয়। তবে ঐ ঘটনায় কেউ আহত হয়নি।
গ্রেপ্তারের পর মার্কিন নিরাপত্তা সংস্থা, সিক্রেট সার্ভিস স্টিভেন স্যানফোর্ডকে জিজ্ঞাসাবাদ করে।
আদালতে জমা দেয়া নথিপত্র অনুযায়ী স্টিভেন স্যানফোর্ড বলেছেন যে তিনি ক্যালিফোর্নিয়া থেকে নেভাদায় গাড়ি চালিয়ে এসেছেন শুধুমাত্র ট্রাম্পকে গুলি করার লক্ষ্যে।
২১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমএম