আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার সময় আছে আর মাত্র ৭ মাস। এর পরই হোয়াইট হাউসে থাকছেন না তিনি।
ভক্ত-সমর্থকদের কাছে এখন বড় প্রশ্ন- এরপর কী করবেন ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা।
কাঙ্ক্ষিত এ প্রশ্নের উত্তর তিনি নিজেই দিলেন। জানালেন, চাকরি খোঁজার জন্য লিংকড ইনে অ্যাকাউন্ট খুলবেন তিনি। অবশ্য তার প্রথম চাকরিটা ছিল আইসক্রিম বিক্রেতার। এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন।
নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, সময় মোটে সাত মাস। এরপর নিজেকে জব মার্কেটে ছেড়ে দেব। লিংকডইনে সক্রিয় থেকে দেখি কী কাজ পাওয়া যায়।
তিনি বলেন, ভালোই লাগছে, আমিও যোগ দিচ্ছি চাকরি খোঁজার দলে।
সোমবার সিলেক্ট ইউএসএ ফরেইন ইনভেস্টমেন্ট সামিটে দেয়া বক্তৃতায় এসব কথা বললেন বারাক ওবামা।
এ সামিটে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানালেন ওবামা। যুক্তরাষ্ট্রকে ব্যবসার জন্য সেরা একটি জায়গা বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে ২০১৭ সালের জানুয়ারিতে।
অনুষ্ঠানে ওবামা নিজের কৈশোরের চাকরি জীবনের স্মৃতিচারণও করেন। তিনি হনলুলুতে বাসকিন-রবিন্স আইসক্রিমের বিক্রেতা হিসেবে কাজ করতেন।
ওবামা বলছিলেন, আমার প্রথম চাকরিটা একেবারেই আকর্ষণীয় ছিল না। কিন্তু সেই চাকরি আমাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে।
২১ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম