বুধবার, ২২ জুন, ২০১৬, ১০:৫৯:৩৯

গাড়ি ব্যবসায়ীরা সাবধান, এদের পাল্লায় পড়লে হাওয়া হয়ে যেতে পারে মার্সিডিজ

 গাড়ি ব্যবসায়ীরা সাবধান, এদের পাল্লায় পড়লে হাওয়া হয়ে যেতে পারে মার্সিডিজ

আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি ব্যবসায়ীরা সাবধান, এদের পাল্লায় পড়লে কিন্তু হাওয়া হয়ে যেতে পারে মার্সিডিজ় বেনজ-এর মত দামি গাড়ি।

এমন ঘটনাই ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায়।  কি ঘটেছিল শুনুন এবার।

শোরুমে গাড়ি কিনতে আসেন দু’জন।  পছন্দ করেন মার্সিডিজ় বেনজ়।  তবে গাড়ি কেনার আগে একবার চালিয়ে দেখতে চান তারা।

শোরুমের কর্মচারী তাদের সেই কথা মেনেও নিলেন। কিন্তু তারপর যা হলো তা স্বপ্নেও ভাবেননি ওই কর্মচারী।  গাড়ি চালিয়ে দেখার নাম করে পগারপার দু’জন।  শেষরক্ষা অবশ্য হয়নি।  দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।  উদ্ধার হয়েছে গাড়িটিও।

পুলিশ জানিয়েছে, গত ৬ মে ওই শোরুমে আসে ধৃতরা।  গাড়িটি পছন্দের পর তারা চালিয়ে দেখতে চায়।  সে কথা মেনে নেন কর্মচারী।  তারপরই পলকের মধ্যে গাড়িটি নিয়ে পালিয়ে যায় ধৃতরা।  
 
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গুরগাঁও থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।  ধৃতদের নাম অনিল আনন্দ এবং সাহিল আনন্দ।

তারা আবার সম্পর্কে বাবা ও ছেলে।  তাদের কাছে থেকে গাড়িটি উদ্ধার হয়েছে বলে জানান দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি সুরেন্দ্র কুমার।
২২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে