বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ০১:৪৫:৪৪

খুবই জাঁকজমক পূর্ণ ইফতার পার্টির আয়োজনে আরএসএস

খুবই জাঁকজমক পূর্ণ ইফতার পার্টির আয়োজনে আরএসএস

আন্তর্জাতিক ডেস্ক : ইফতারি দাওয়াত দিচ্ছে ভারতের ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)!‌ আমন্ত্রিত দেশের পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। দেশের গণ্যমান্য মুসলিম নেতারা তো বটেই। মুসলিম বিরোধী তকমা ঝেড়ে ফেলতে চাইছে আরএসএস।

মূল উদ্যোক্তা বিজেপি-‌র শাখা সংগঠন ‘‌মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’‌ জানিয়েছে,  দিল্লিতে ২ জুলাইয়ের ইফতারে খুবই জাঁকজমক হবে। এছাড়া শাখার সদস্যদের ছোট ছোট ইফতারি দাওয়াতের আয়োজন করতে বলেছেন আরএসএস নেতারা। ‌ভারতীয় সংস্কৃতি কাকে বলে, সেটা সারা বিশ্বকে জানান দেওয়া একটা উদ্দেশ্য। সব সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে চলার নিদর্শন ভারত যে মুসলিম দুনিয়ার কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা বাহক সেটা বোঝানোও, জানিয়েছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।

ধর্মীয় গ্রন্থ উদ্ধৃত করে ইন্দ্রেশ কুমার বলেছেন, নবী বলেছেন, যখনই তার মন অশান্ত হত, পূর্বে হিন্দুস্তান থেকে প্রেম ও শান্তির আধ্যাত্মিক হাওয়ার পরশ পেতেন।’ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে ইন্দ্রেশের বার্তা, দেশকে দাঙ্গামুক্ত করতে সবাইকে মিলেমিশে থাকতে হবে।

তিনি বলেছেন, মানবতার স্বার্থে সাম্প্রদায়িকতার শৃঙ্খল ভেঙে বেরোতেই হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের সবাইকে একটি করে তুলসী গাছ পুঁতে পুজো করার আবেদনও জানিয়েছেন আরএসএস নেতা!‌ তিনি বুঝিয়েছেন, তুলসী স্রেফ হিন্দুদের আরাধ্য নয়। পবিত্র কোরানে একে ‘‌রেহান’‌ বা স্বর্গীয় গাছ বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া ঘরে ঘরে তুলসী গাছ থাকলে দূষণও কমবে।

২৩ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে