বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ০৬:৫৩:৩৭

ভেসে থাকা বরফখণ্ডের উপরে বসে পিয়ানো বাজাচ্ছেন

ভেসে থাকা বরফখণ্ডের উপরে বসে পিয়ানো বাজাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক :চারিদিকে জল আর বরফ। তার মাঝে একখণ্ড বরফের উপরে ভেসে ভেসে পিয়ানো বাজাচ্ছেন এক ব্যক্তি। নিঃস্তব্দটার মাঝে পিয়ানোর এই সুরই যেন তিরের মতো বিঁধছে প্রত্যেকের হৃদয়ে। চারপাশ যেন বুক চিরে বলছে ‘সেভ দ্য আর্কটিক’।

কোনও সিনেমার দৃশ্য নয়। আন্টার্কটিকাকে বাঁচাতে সচেতনতা প্রচারের জন্য একটি ভিডিও। যা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই মন কেড়েছে লক্ষ লক্ষ দর্শকদের। গ্রিনপিস নামে একটি সংস্থার উদ্যোগেই বিশ্ব উষ্ণায়ণ রোধ করতে সচেতনতা প্রচারের জন্য একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে দেখা যাচ্ছে, হিম শীতল আন্টর্কটিকায় সমুদ্রের মাঝে ভেসে বেড়ানো এক বরফখণ্ডের উপরে পিয়ানোতে সুর তুলছেন ইতালির পিয়ানোবাদক লুডভিকো এনাওডি। ভেসে বেড়ানো বরফখণ্ডটি অবশ্য নকল। কিন্তু তাতে কী? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেই সুর মন ছুঁয়েছে অনেকের। ‘সেভ দ্য আর্কটিক’-র সদস্য সংখ্যাও আগের থেকে বেড়েছে অনেরটাই।

২৩জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে