বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ০৩:০৮:০৯

হিলারির এই বিলাসী হ্যান্ডব্যাগটির দাম কত? যা নিয়ে তোলপাড় মার্কিন রাজনীতি

হিলারির এই বিলাসী হ্যান্ডব্যাগটির দাম কত? যা নিয়ে তোলপাড় মার্কিন রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক : উন্নত দেশে রাজনীতি করেও যে কাড়িকাড়ি টাকা কামানো যায়, তার সবচেয়ে ভালো উদাহরণ বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন। হিলারি ক্লিনটন আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী। ফলে তিনি এখন গণমাধ্যমের ফোকাসে। এবার হিলারি আলোচনায় এসেছেন তার ব্যবহৃত পার্সের কল্যাণে।

সম্প্রতি ক্লিনটন দম্পতির কন্যা চেলসি ক্লিনটন পুত্র সন্তানের মা হয়েছেন। মার্কিন তারকা রাজনীতিক দম্পতির জন্য এটি দারুণ খুশির খবর বৈকি।

নাতির মুখ দেখতে রবিবার তারা গিয়েছিলেন ম্যানহাটানের লেনক্স হিল হসপিটালে। এ সময় হিলারি ক্লিনটন যে হ্যান্ডব্যাগটি বহন করছিলেন তার দাম ৩৫০০ ডলার বা ২ লাখ ৮০ হাজার টাকা। ব্যাগটি রাফ লরেন কালফস্কিনের তৈরি।

ঘটনার এখানেই শেষ নয়। ব্যয়বহুল ওই হাসপাতালের রুম ভাড়া হিসেবে চেলসি ক্লিনটনকে দৈনিক গুণতে হয়েছে ১৭০০ ডলার বা ১ লাখ ৩৬ হাজার টাকা।

এর আগে গত এপ্রিলে আয় বৈষম্য নিয়ে এক অনুষ্ঠানে ১২,৪৯৫ মার্কিন ডলারের (প্রায় ১০ লাখ টাকা দামের) জ্যাকেট গায়ে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন হিলারি ক্লিনটন।
২৩ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে