শনিবার, ২৫ জুন, ২০১৬, ১২:৪৪:১৪

রাতারাতি ৪০০ ধনী হারিয়ে ফেললেন ১২৭.৪ বিলিয়ন ডলার

রাতারাতি ৪০০ ধনী হারিয়ে ফেললেন ১২৭.৪ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘন্টার মধ্যে ১২ হাজার ৪০ কোটি (১২৭ দশমিক ৪ বিলিয়ন ডলার) সম্পদ হারিয়েছেন বিশ্বের ৪শ'জন শীর্ষ ধনী। আর তা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটে রায় আসার পরই। এরমধ্যে ব্রিটেনের ছিল শীর্ষ ১৫ ধনী। তারা হারিয়েছেন ৫৫০ কোটি (৫ দশমিক ৫ বিলিয়ন) ডলার।

যুব্করাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রেক্সিটের ঘটনায় ৪শ' বিলিয়নায়ার তাদের মোট সম্পদের ৩ দশমিক ২ শতাংশ হারিয়েছেন। এর ফলে তাদের মোট সম্পদ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার কোটি (৩ দশকি ৯ ট্রিলিয়ন) ডলারে।

ইউরোপের ধনীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমানসিও ওরতেগা। তিনি হারিয়েছেন ৬শ' কোটি ডলার। পাশাপাশি বিশ্বের নয়জন শীর্ষ ধনীর প্রত্যেকেই কমপক্ষে ১শ' কোটি ডলার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন- বিল গেটস, জেফ বেজোস এবং ব্রিটিশ ধনী জেরাল্ড গ্রোসভেনর।

ওই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টার মধ্যেই ১৫ জন শীর্ষ ব্রিটিশ ধনী সাড়ে ৫শ' কোটি ডলার হারান। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হারান গ্রোসভেনর। এছাড়া ফিলিপ গ্রিন ৫০ কোটি ডলার, ব্রুনো শ্রোডার ৬০ কোটি ডলার হারান।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে