শনিবার, ২৫ জুন, ২০১৬, ০৫:৪৭:৩৫

ব্রিটেনে আরেকটি গণভোটের জন্যে পিটিশন

ব্রিটেনে আরেকটি গণভোটের জন্যে পিটিশন

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনের সদস্যপদ নিয়ে দ্বিতীয় একটি গণভোটের জন্যে এক আবেদনে ১০ লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে।

বৃহস্পতিবারের গণভোটে বেশিরভাগ মানুষ ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর লোকজন এই পিটিশনে সই করছেন।

এই আবেদনটি বিবেচনা করে দেখবে ব্রিটিশ পার্লামেন্ট কারণ এতে এক লাখেরও বেশি সই জমা পড়েছে। সাধারণত কোনো পিটিশনে এক লাখের বেশি স্বাক্ষর থাকলে পার্লামেন্টে সেবিষয়ে আলোচনা হয়।

গণভোটে ৫২% মানুষ ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দেয় আর ৪৮% ভোট পড়ে ইইউতে থাকার পক্ষে। তবে লন্ডন, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ ভোটার রায় দেয় ইইউতে থাকার পক্ষে।

ভোটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা করেছেন যে আগামী অক্টোবর মাসে তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন।

এই পিটিশনটির উদ্যোগ নিয়েছেন উইলিয়াম অলিভার হিলে। তিনি বলছেন, “আমরা যারা এখানে সই করেছি তারা সরকারের কাছে আবেদন করছি এমন একটি আইন করতে যে কোনো পক্ষে যদি ৬০ শতাংশের বেশি ভোট না পড়ে এবং মোট ভোট গ্রহণের হার যদি ৭৫ শতাংশের বেশি না হয় তাহলে আরেকটি গণভোট অনুষ্ঠিত হবে।”

কিন্তু বৃহস্পতিবারের গণভোটে মোট ভোট পড়েছে ৭২.২ শতাংশ, যা গতবারের সাধারণ নির্বাচনে পড়া ভোটর চেয়েও বেশি। তবে এটা অলিভার হিলে যে ৭৫ শতাংশ ভোটের কথা বলছেন তারচেয়ে কম।

স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ২০১৪ সালে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিলো তাতে ভোট পড়েছিলো ৮৪.৬ শতাংশ। তবে ১৯৯২ সালের পর থেকে কোনো সাধারণ নির্বাচনেই ৭৫ শতাংশের বেশি ভোপ পড়েনি।

হাউজ অফ কমন্সের একজন মুখপাত্র বলেছেন, পিটিশনে সই করার ব্যাপারে বহু মানুষের আগ্রহের কারণে পিটিশন সাইটটি আপাতত ভেঙে পড়েছে।-বিবিসি
২৫ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে