আন্তর্জাতিক ডেস্ক :এ বার নিজেদের পরিবারের উপরই হামলা চালাল দুই আইএস জঙ্গি। সৌদি আরবের রিয়াধের ঘটনা।
যমজ দুই ভাই— খালিদ ও সালেহ শুক্রবার সকালে তাদের বাবা-মা এবং ভাইয়ের উপর হামলা চালায়। প্রথমে ভাইকে ধাওয়া করে ছাদে নিয়ে যায় তারা। সেখানে ধারাল অস্ত্র দিয়ে তাকে একাধিক বার কোপানো হয়। গুরুতর অবস্থায় সে রিয়াধের এক হাসপাতালে ভর্তি। এর পর মাকে স্টোররুমে ঢুকিয়ে কুপিয়ে হত্যা করে তারা। বাধা দিতে গেলে বাবাকেও জখম করে তারা। এর পর ঘটনাস্থল থেকে পালাতে গেলে পুলিশ খালেদ ও সালেহকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, বহু দিন ধরেই তারা আইএসের মতাদর্শে বিশ্বাসী। তবে হঠাত্ কেন নিজেদের পরিবারের উপরেই হামলা চালাল তারা তা খতিয়ে দেখছে পুলিশ।
বছরখানেক আগেও রিয়াধে এইরকমই একটি হত্যার ঘটনা ঘটেছিল। সে বারও দুই ভাই প্রথমে তাদের অন্য এক ভাইকে হত্যা করে। নিহত ব্যক্তি পেশায় সেনাকর্মী ছিলেন। বাধা দিতে গেলে আরও তিন জনকে খুন করে তারা। তবে সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ জঙ্গি যোগ পাওয়া যায়নি।-আনন্দবাজার
২৬জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর