আন্তর্জাতিক ডেস্ক : পানামা খালকে আরো প্রশস্ত করার পর খালটিকে জাহাজ চলাচলের জন্যে আবারো খুলে দেয়া হচ্ছে। খালটিকে প্রশস্ত করার জন্যে বিশাল এক কর্মযজ্ঞ চলেছে গত দশ বছর ধরে।
ওই কাজ শেষ হওয়ার পর আজ রবিবার সম্প্রসারিত ওই খালটির উদ্বোধন হচ্ছে চীনের তৈরি বিশালাকৃতির মালবাহী একটি জাহাজ যাওয়ার মধ্য দিয়ে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
এই অনুষ্ঠানে আটটি দেশের সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। পানামার প্রেসিডেন্ট আজকের দিনটিকে তার দেশের জন্যে ঐতিহাসিক এক দিবস হিসেবে উল্লেখ করেছেন।
পানামা খালের এই সম্প্রসারণের ফলে খালটিতে জাহাজ চলাচলের ক্ষমতা দ্বিগুণ হয়েছে। চলাচল করতে পারবে আগের চেয়েও দ্বিগুণ তিনগুণ বড়ো আকারের জাহাজ।
জাহাজ চলাচলের জন্যে সেখানে আরো একটি নতুন লেন চালু করা হয়েছে। স্থাপন করা হয়েছে বিশাল আকারের লকস।
বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে প্রতি বছর জাহাজ চলাচলের ক্ষেত্রে বড়ো রকমের আর্থিক সাশ্রয় ঘটবে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে একসাথে যুক্ত করেছে এই পানামা খাল।
শতাব্দী প্রাচীন এই খালটি প্রশস্ত করার ফলে বিশ্ব বাণিজ্য আরো চাঙ্গা হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে, এর ফলে উত্তর অ্যামেরিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।
এই খালটি তৈরি করা হয়েছিলো ১৯১৪ সালে। তৈরি করেছিলো যুক্তরাষ্ট্র। চীন ও যুক্তরাষ্ট্রই এই খালটিকে সবচে বেশি ব্যবহার করে থাকে।
২৬ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই