আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৬ জুলাই সৌদি আরবসহ বিশ্বের বেশির ভাগ মুসলিম দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
ভৌগলিক কারণে সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে বাংলাদেশে ৭ জুলাই ঈদুল ফিতর পালিত হতে পারে।
জ্যোতির্বিদ্যা ও মহাশূন্য বিজ্ঞান বিষয়ক আরব ইউনিয়নের সদস্য ড. খালেদ আল জাকের বরাত দিয়ে ঈদের সম্ভাব্য তারিখের কথা জানায় সৌদি গেজেট।
ড. খালেদ বলেন, আশা করা হচ্ছে এবার পবিত্র রমজান মাসের দিন সংখ্যা হবে ৩০টি। ফলে আগামী ৬ জুলাই হবে শাওয়াল মাসের প্রথমদিন অর্থাৎ ওইদিন পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
মহাকাশ বিজ্ঞান গবেষণা বিষয়ক আরব ইউনিয়নের সদস্য ড. খালেদ আল জাক জানান, তিনি ও তার মতো অনেক গবেষকই মনে করেন এবার রমজান মাস ৩০ দিনের হবে। সে ক্ষেত্রে শাওয়াল মাস শুরু হবে আগামী ৬ জুলাই বুধবার।
তিনি বলেন, আসন্ন তিন বছর ধরে গরমের মধ্যেই রোজা রাখতে হবে। এরপরের বছরগুলোতে তাপমাত্রা কমতে থাকবে।
ড. খালেদ আল জাক জানান, প্রত্যেক জলবায়ুচক্রে ৯ বছর ধরে রমজান মাস অবস্থান করে। এ কারণে ৯ বছর গ্রীষ্মকালে ও ৯ বছর শীতকালে রোজা পালিত হয়।
তিনি জানান, চক্রাকারে রোজা ঘুরে শীত ও গ্রীষ্মে আসতে সময় লাগে। চক্রাকারে প্রতি ৩৩ বছর পর পর হিজরি সন গ্রেগরিয়ন বছরের সাথে সমন্বিত হয়।
ড. খালেদ আল জাকের মতে, আগামী তিন বছর পর থেকে ঠাণ্ডা আবহাওয়ার মধ্যেই রমজান শুরু হবে। সাত বছর পর পুরোপুরি শীতকালেই রোজা রাখা যাবে।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম