আন্তর্জাতিক ডেস্ক : আলহামদুলিল্লাহ, প্রতিবছর রমজান মাসে রোজা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজেও শামিল হয়ে আসছেন ভারতের মধ্যপ্রদেশের এক হিন্দু পরিবার।
তবে এক-দু’বছর নয় দীর্ঘ ২০ বছর ধরে এ নিয়ম পালন করে আসছেন রাজ্যটির শিবপুর জেলার সোয়ালাল খেটক পরিবার।
রমজান মাসের দিনগুলোতে আর পাঁচটা মুসলমানের মতোই ভোরে উঠে সেহেরি খান খেটক পরিবারের সদস্যরা। এরপর মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেন তারা।
আযান শুনে প্রতি ওয়াক্তের নামাজ পড়তে চলে যান মসজিদে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি নিয়ম করে রোজ তারাবিহ নামাজেও শামিল হন তারা। টানা ২০ বছর ধরে ঠিক এরকম চলে আসছে।
মধ্যপ্রদেশের শিবপুরের কৃষি বাজারের এক নামকরা ব্যবসায়ীর হিসাব পরীক্ষকের কাজ করেন সোয়ালাল খেটক। বিয়ের ১৩ বছরেও তাদের কোনো সন্তান না হওয়ায় একদিন তিনি ও তার স্ত্রী সিদ্ধান্ত নেন, প্রতিবছর টানা এক মাস ধরে রোজা রাখবেন।
সেইমতো রোজা-নামাজ শুরু করে দেন তারা। এভাবে কয়েক বছর রোজা রাখার পরই তাদের ঘরে সন্তান আসে। প্রথমে ছেলে সন্তান ও পরে কন্যা-সন্তানের জন্ম দেয় সোয়ালালের স্ত্রী। ওই ঘটনার পর থেকে আর একবারের জন্যও রোজা ছাড়ার কথা ভাবেনি ওই পরিবার।
বাবা-মায়ের সঙ্গেই প্রতিটি নিয়ম পালন করেন নাবালক ছেলে রাহুল ও মেয়ে লক্ষী। বাসায় হিন্দু ধর্ম মেনে অন্যান্য পূজা-আর্চা পালন করার পাশাপাশি ইসলামের পবিত্র উৎসব ঈদুল ফিতর পালন করেন।
ঈদকে উপলক্ষ্য করে আলোতে সেজে ওঠে পুরো বাসা। নিজের ছেলে রাহুলকে সঙ্গে নিয়েই মুসলমানদের সঙ্গেই ঈদের নামাজ পড়েন। নামাজ শেষে মুসলিম ভাইদের সঙ্গেও আলিঙ্গন করেন সোয়ালালের পরিবার। নিজের বাসাতেও চলে ঈদের খাওয়া-দাওয়া।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম