বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৪:২৬:৪২

‌‘প্লিজ মা, বন্দুকটা সরিয়ে নাও, আমাদের গুলি করে মেরো না’

 ‌‘প্লিজ মা, বন্দুকটা সরিয়ে নাও, আমাদের গুলি করে মেরো না’

আন্তর্জাতিক ডেস্ক : ‘প্লিজ মা, বন্দুকটা সরিয়ে নাও, আমাদের গুলি করে মেরো না।  তুমি যা বলবে আমরা তা-ই করব’।
 
মায়ের কাছে শেষবারের মত এভাবেই প্রাণভিক্ষার আকুতি জানিয়েও শেষরক্ষা হয়নি দু’বোনের।  মার্কিন সেই দুই কন্যা-সন্তানকে গুলি করে হত্যা করেন তাদের বিকারগ্রস্ত মা।
 
মায়ের হাতে নির্মম হত্যার শিকার ওই দুই তরুণী সাহায্যের জন্য পুলিশকেও ফোন করেছিলেন।  কিন্তু পুলিশ আসার আগেই তাদের হত্যা করে মা।

মৃত্যুর আগ মুহূর্তে মায়ের কাছে তরুণীদের হৃদয়বিদারক ফোন কলের রেকর্ড প্রকাশ করেছে পুলিশ।  

এ খবর দিয়েছে এপি।

এ ঘটনার পর দেশটিতে অস্ত্র আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।  যুক্তরাষ্ট্রের হিউসটনে শহরতলীর বাড়িতে গত শুক্রবার রাতে ক্রিস্টি শিটস (৪৭) পরিবার-পরিজন নিয়ে আলোচনায় বসছিলেন।

সেখানে তার স্বামী জেসন ছাড়াও ছিল দুই মেয়ে মেডিসন (১৭) ও টেইলর (২২)।  হঠাৎ স্বামী-সন্তানদের ওপর নির্বিচারে গুলি করেন ক্রিস্টি শিটস।
 
ঘটনার আকস্মিকতায় পরিজনরা প্রাণ বাঁচাতে পালাতে থাকেন।  জেসন একটি গলিতে ঢুকে আত্মরক্ষা করতে পারলেও মেয়েরা বাঁচতে পারেনি।

এক মেয়ে ঘটনাস্থলে ও অপর মেয়ে হাসপাতালে নেয়ার পর মারা যায়।  এ ঘটনায় পাড়া-প্রতিবেশীর দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
 
পুলিশ শিটসকে তার আগ্নেয়াস্ত্র ফেলে দেয়ার অনুরোধ করলেও তা করতে অস্বীকার করেন তিনি।

একপর্যায়ে পুলিশের এক কর্মকর্তা তাকে গুলি করে হত্যা করেন।  পুলিশের জনৈক কর্মকর্তা জানান, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকাণ্ড হতে পারে।
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে