বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ১১:২৬:২২

পুরনো প্রেমিকের সঙ্গে ছক এঁকে স্বামীকে খুন, সুন্দরী গ্রেপ্তার

পুরনো প্রেমিকের সঙ্গে ছক এঁকে স্বামীকে খুন, সুন্দরী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর পুরনো প্রেমিকের সঙ্গে সম্পর্কের জেরে খুন হলেন ভারতের সুরাতের কটন কিং দিশিত জরিওয়ালা।  খুনের তদন্তের নেমে দিশিতের স্ত্রী ভেলসি ও তার সাবেক বয়ফ্রেন্ড সুকেতুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুনে সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সুকেতুর গাড়ির চালককেও।  দিশিতের স্ত্রী ভেলসির এ কীর্তি সামনে আসায় স্তম্ভিত তার পরিবারের লোকজন।

সুরাতের অভিজাত পার্লে পয়েন্ট এলাকায় বিলাসবহুল বাংলো টেক্সটাইল কারখানার মালিক দিশিত জরিওয়ালার।  বাবা-মা, স্ত্রী ও এক বছরের মেয়ে নিয়ে বাস করতেন তিনি।

বিয়ের আগে ২৫ বছরের এই শিল্পপতির স্ত্রী ভেলসির সুকেতুর সঙ্গে সম্পর্ক ছিল।  কিন্তু পরিবারের আপত্তিতে তারা বিয়ে করতে পারেননি।

ভেলসির বিয়ে হয় দিশিতের সঙ্গে।  অন্যদিকে সুকেতুও অন্যত্র বিয়ে করেন।  তবে দাম্পত্য জীবন কারোরই সুখের ছিল না।  সোশ্যাল সাইটে দুজনের মধ্যে ফের যোগাযোগ হয়।

ভেলসি ও সুকেতু দিশিতকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার ছক আঁকেন।  গত সোমবার রাত ৯টার দিকে সেই মতো একটি অটো ভাড়া করে নিজের গাড়ির চালককে নিয়ে দিশিতের বাংলোয় আসেন।

দিশিতের বাবা-মা সেই সময় ছুটি কাটাতে মরিশাসে ছিলেন।  ছুরি মেরে খুন করা হয় দিশিতকে।  গোটা ঘটনাকে ডাকাতি বলে ভেলসির ৬০ হাজার টাকার গয়নাও সরিয়ে দেন তারা।

কিন্তু তদন্তে নেমে খটকা লাগে পুলিশের।  ডাকাতি করতে এসে ডাকাতরা ভেলসির গায়ের গয়না ছাড়া আর কিছুই নিল না কেন?  

ঘরের অন্য কোনো দামি জিনিসপত্রে তারা হাত ছোয়াল না কেন? দিশিতের গায়ের গয়নাও কিছিই নেয়নি।  সিসিটিভি ফুটেড দেখে সন্দেহ ঘনীভূত হয়। ভেলসিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আদিঅন্ত জানতে পারে পুলিশ।  
৩০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে