শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৪:১৫:২৭

এবার নাতির জন্ম দেবেন নানি, আদালতের সায়

এবার নাতির জন্ম দেবেন নানি, আদালতের সায়

আন্তর্জাতিক ডেস্ক: নিজের মৃত মেয়ের সংরক্ষিত সন্তান উৎপাদনকারী কোষ ব্যবহার করে সন্তান জন্ম দেওয়ার লড়াইতে জিতেছেন ৬০ বছর বয়সী ব্রিটিশ এক নারী। ২০১১ সালে ক্যান্সারে ভুগে মারা যাওয়ার আগে তার সন্তান ধারণের জন্য ২৮ বছরের মেয়ে তাকে অনুরোধ করে যায়।

কিন্তু আপত্তি তোলে ব্রিটেনের কৃত্রিম গর্ভধারণ নিয়ন্ত্রক সংস্থা এইচ এফ ই এ। তাদের যুক্তি ছিল মেয়ের কাছ থেকে লিখিত কোনো অনুমতি নেননি ঐ নারী। কিন্তু ঐ মহিলা, যার নাম প্রকাশ করা হয়নি, হাল ছাড়েননি তিনি। মামলা করেন আদালতে। হাই কোর্টে তার আর্জি না টেকায় আপিল আদালতে যান এবং সেখানে তার পক্ষে রায় গেছে।

বিচার শেষে আপিল কোর্ট তার পক্ষেই রায় দিয়েছে। ঐ নারী এখন মেয়ের সন্তান উৎপাদনকারী কোষ নিয়ে যুক্তরাষ্ট্রের একটি ফার্টিলিটি ক্লিনিকে যাবেন। সেখানে একজন পুরুষ ডোনারের সন্তান উৎপাদনকারী কোষ দিয়ে তা দিয়ে ভ্রূণ তৈরি হবে। সেই ভ্রূণ গর্ভে ধারণ করবেন তিনি। সবকিছু ঠিকঠাক মতো হলে, ষাটোর্ধ বয়সে নিজের নাতি বা নাতনির জন্ম দেবেন তিনি।-বিবিসি

১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে