আন্তর্জাতিক ডেস্ক: তাঁর অপরাধ ছিল বারণ করা সত্ত্বেও সে ওই এলাকা দিয়ে হেঁটেছিল। আর সেই অপরাধে তাঁকে জুতো খেতে বাধ্য করা হল। বর্বরচিত এই ঘটনাটি ঘটেছে আমাদের পড়শি দেশ পাকিস্তানে। শুধু জুতো খেতেই তাঁকে বাধ্য হতে হয়েছে তাই নয়, রীতিমতো কান ধরে রাস্তা দিয়ে হাটতেও বাধ্য হয়েছেন তিনি।
জানা গেছে, পাকিস্তানের সানাওয়ান প্রদেশের এক মাতব্বর ওই যুবককে এলাকাটি দিয়ে চলাচল করতে বারণ করেছিলেন। কিন্তু, তিনি তা মানতে না চাওয়ায় তাঁকে রীতিমতো শাস্তির কোপে পড়তে হয়। কান ধরে হাটার পাশাপাশি, তাঁকে একটি জুতো চিবিয়ে খেতে বাধ্য করা হয়। গোটা ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হওয়ার পরই তা বর্তমানে ভাইরাল।-জিনিউজ
১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ