আন্তর্জাতিক ডেস্ক: আইএল-৭৬ (IL-76) নামে একটি রুশ প্লেন ১১ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। বিমানটি সাইবেরিয়ার জঙ্গলে আগুন নেভাতে গিয়েছিল বলে জানা যাচ্ছে।
আইএল-৭৬ নামে প্লেনটি ‘ওয়াটার বোম্বার’ বলে পরিচত এই বিমানটি ৪২ টন পানি বহন করতে পারে। প্লেনটির খোঁজ পেতে শতাধিক কর্মী পাঠাচ্ছে জরুরি উদ্ধারকারী মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানায়, ইরকুতস্তের কাচুগ এলাকায় আগুন নেভানোর সময় প্লেনটি নিখোঁজ হয়। ওই এলাকায় আগুনের তীব্রতা এখনও প্রখর।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, এলাকাটি অনেক বড় হওয়ায় এবং তাতে সরাসরি কোনো সড়কপথ না থাকায় সেখানে কর্তৃপক্ষকে প্লেন দিয়ে অনুসন্ধান চালাতে হচ্ছে।
০১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম