আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ৩০ বছর বয়সী তরুণ ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে রাজা হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ান। গোপন এ তথ্য ফাঁস করেছে ‘মিডল ইস্ট আই’।
মিডল ইস্ট আই’র প্রতিবেদন অনুযায়ী, জায়েদ আল-নাহিয়ান সৌদি প্রিন্স মোহাম্মাদকে পথ বাতলে দিয়েছেন- দেশের রাজা হতে হলে কীভাবে আমেরিকার সমর্থন পাওয়া যাবে। মোহাম্মাদ বিন সালমানের চলতি বছরের শেষ নাগাদ সৌদি আরবের নতুন রাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুটি গুরুত্বপূর্ণ সূত্র থেকে অনলাইন নিউজ পোর্টাল মিডল ইস্ট আই-কে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শাসক জায়েদ আল-নাহিয়ান প্রিন্স মোহম্মাদকে দুটি কৌশলের যেকোনো একটি অনুসরণের কথা বলেছেন যার মাধ্যমে মোহাম্মাদ রাজা হিসেবে আমেরিকার পছন্দের প্রার্থী হয়ে উঠতে পারেন। সৌদি আরবের প্রথম সূত্রটি বলেছে, প্রিন্স মোহাম্মাদকে শেখ জায়েদ বলেছেন, যদি তিনি আমেরিকার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে চান তাহলে সৌদি আরবে তাকে অবশ্যই ওয়াহাবি শাসনের অবসান ঘটাতে হবে। অনলাইন নিউজ পোর্টালটি বুধবার এ খবর দিয়েছে।
ওয়াহাবি মতবাদ হচ্ছে এক ধরনের গোঁড়াবাদী আদর্শ যা সৌদি শাসকদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে রয়েছে। এ মতবাদের মাধ্যমে উৎসাহী হয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আল-নুসরা ফ্রন্টের মতো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছে। এইসব গোষ্ঠীর কারণে মধ্যপ্রাচ্যে এখন বিপর্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিডল ইস্ট আই’র প্রতিবেদনে আরো বলা হয়েছে, শেখ জায়েদ সৌদি প্রিন্স মোহাম্মাদকে একথাও বলেছেন, তাকে অবশ্যই ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যোগাযোগের একটি শক্তিশালী চ্যানেল প্রতিষ্ঠা করতে হবে যদি তিনি রাজা হওয়ার জন্য ওয়াশিংটনের পছন্দের প্রার্থী হতে চান।
সৌদি আরবের দ্বিতীয় সূত্রটি বলেছে, মোহাম্মাদ বিন সালমান রাজা হওয়ার পথে আমেরিকার সমর্থন পেতে চান। তিনি নিজের ঘনিষ্ঠজনদের কাছে এ ইচ্ছা ব্যক্ত করেছেন। মোহাম্মাদ বলেছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই তিনি রাজা হওয়ার মিশন সম্পূর্ণ করবেন। ৩০ বছর বয়সী মোহাম্মাদ বিন সালমান এ মুহূর্তে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই