শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৫:৩৫:২৬

আরো ক্ষমতা বাড়ল উত্তর কোরিয়ার নেতা ক্ষ্যাপা কিমের

আরো ক্ষমতা বাড়ল উত্তর কোরিয়ার নেতা ক্ষ্যাপা কিমের

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা বাড়ল উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উনের। দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ক্ষমতাধর সুপ্রিম গভর্নিং কমিশনের চেয়ারম্যান পদে বসানো হয়েছে তাকে। এতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে নীতি নির্ধারণে একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে এই নেতার উপরেই। বুধবার উত্তর কোরিয়ার আইন পরিষদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির (এসপিএ) সদস্যদের ভোটে সর্বসম্মতিক্রমে কিম জং-উন হেড অব দ্য স্টেট অ্যাফেয়ার্স কমিশন (রাষ্ট্র-বিষয়ক কমিশনের প্রধান) নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রের নীতি নির্ধারণে সরকারের সর্বোচ্চ বিভাগ জাতীয় প্রতিরক্ষা কমিশনের স্থলাভিষিক্ত হবে নতুন এই সংস্থা। কিম জং-উনকে এই পদে মনোনয়ন দেয়ার বিষয়ে এসপিএর প্রেসিডেন্ট কিম ইয়ং-নাম বলেন, মহান রাষ্ট্রনেতা কিম জং-উনের প্রতি জনগণ
ও রাষ্ট্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অগাধ বিশ্বাস ও অবিচল আস্থাই তাকে দেশের সর্বোচ্চ পদে বসানো হয়েছে। নতুন কমিশনে কিম জং-উনের অধীনে থাকবেন তিনজন ভাইস চেয়ারম্যান। সামরিক বাহিনী, রাজনৈতিক দল ও শাসনব্যবস্থা-সংক্রান্ত প্রত্যেক ক্ষেত্রে কমিশনের সুস্পষ্ট প্রভাব থাকবে।
১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে