রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০৪:৪৪:৫৬

আইএসের বিরুদ্ধে যুদ্ধে সর্বাধুনিক রণতরী পাঠাচ্ছে রাশিয়া

আইএসের বিরুদ্ধে যুদ্ধে সর্বাধুনিক রণতরী পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আইএসের এমন বাড়াবাড়ি ক্রমশ মাথাব্যাথার কারণ হয়ে উঠছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছে। আর সেদিকে তাকিয়েই এবার আইএস দমন অভিযান আরো জোরদার করছে রাশিয়া। আইএস দমনে সিরিয়ার বাহিনীর সঙ্গে যৌথভাবে লড়াই করছে মস্কো। যদিও তা আকাশ থেকে। কিন্তু এবার জলপথ থেকে আইএসের বিরুদ্ধে আঘাত হানবে রাশিয়ার সর্বাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ অ্যাডমিরাল কুজনেতসোভ।

জানা যায়, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসোভকে পাঠানো হচ্ছে। রাশিয়ান সংবাদসংস্থা জানাচ্ছে, অক্টোবরে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে যাত্রা করবে অ্যাডমিরাল কুজনেতসোভ। সেখানে এটি অন্তত ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সন্ত্রাস-বিরোধী অভিযানে নেতৃত্ব দেবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির প্রধান এবং কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সাবেক কমান্ডার অ্যাডমিরাল কোমোয়েদোভ বলেছেন, ওই অঞ্চলে মস্কোর স্বার্থ রক্ষার জন্য ভূমধ্যসাগরে রুশ নৌবহরের সঙ্গে যোগ দেবে এই বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসোভকে ভারি ক্ষেপণাস্ত্র বহনকারী ক্রুজার হিসেবে শ্রেণীভুক্ত করেছে মস্কো।

এতে ১৫টি সুখোই, এসইউ-৩৩ বোমারু বিমান ও মিকোইয়ান মিগ-২৯/কেইউবি এবং নানা ধরণের প্রায় ১০টি হেলিকপ্টার থাকবে। সিরিয়া অভিযান শেষে রণতরীটি উত্তর রাশিয়ার সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ফিরে যাবে। সেখানে এর ব্যাপক সংস্কার এবং উন্নয়ন করা হবে।
৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে