আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একজন মুসলিম ডাক্তারকে মসজিদে ঢোকার মুখে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। টেক্সাসের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এই সংবাদ জানিয়েছে।
টেক্সাসের কেটিআরকে-টিভি জানিয়েছে, নাম গোপন করা ঐ ব্যক্তি টেক্সাসের হিউসটন শহরের মাদ্রাস ইসলামিয়া মসজিদের সামনে গাড়ি পার্ক করে যখন মসজিদের দরজার দিকে হাঁটতে শুরু করেন তখন ৩ জন আততায়ী হামলা করে তার ওপর।
কোন কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করা হয়, এরপর একজন পিস্তল বের করে ২ বার গুলি করেন। এই অবস্থায় ঐ আহত ব্যক্তি চিৎকার করে সাহায্য চাইলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা তার ব্যাপারে আশাবাদী। হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তদন্ত শুরু করেছে টেক্সাস পুলিশ।
০৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম