আন্তর্জাতিক ডেস্ক : এই বিশ্ব সব রকম মানবিকতা হারিয়ে ফেলেছে বলে এমনটাই বললেন নোবেলজয়ী মালালা ইউসুফ জাই। সিরিয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে মালালা বলেন, বিশ্বের জন নেতাদের উচিত সিরিয়া সম্পর্কে আরো বেশি সংবেদনশীলতার সঙ্গে কাজ করা।
মালালা বলেন, ছোট্ট আয়লান কুর্দির ছবি বারবার চোখের সামনে ভেসে ওঠে। ওই একটা ঘটনাই প্রমাণ করে দেয়, শরণার্থীদের অবস্থা কতটা শোচনীয়। রাষ্ট্রপুঞ্জের একটি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আয়লানের মৃত্যুর সঙ্গেই মৃত্যু ঘটেছে মানবিকতার।
তিনি বলেন, একটা নিষ্পাপ শিশুকে নিরাপদ আশ্রয় দিতে অক্ষম হয়েছে সারা পৃথিবী। তাকে প্রাণ হারাতে হয়েছে মর্মান্তিকভাবে। যারা সর্বহারা তাদের জন্য মানুষকে আরও বেশি সংবেদনশীল এবং উদার হতে হবে। মনের সঙ্গে দেশের মাটিতেও তাদের স্থান দিতে হবে।
তিনি আবেদন করেন বিশ্বের জননেতাদের কাছে একবার ভেবে দেখতে, যদি তাদের পরিবারের সন্তানদের এভাবে ইসলামিক স্টেট মুভমেন্টের হাতে অত্যাচারিত হতে হত তাহলে কী অনুভূতি হত!
তিনি জন নেতাদের অনুরোধ করেন সিরিয়ার বিষয়ে আরো গভীর চিন্তাভাবনা করতে। তবে শুধু বিশ্বের জননেতাদের কাছে আবেদন করেই ফুরিয়ে যায়নি মালালর কাজ। তিনি নিজেই সিরিয়া থেকে আসা চারজন শরণার্থী মেয়েকে আশ্রয় দিয়েছেন।
বর্তমানে ইংল্যান্ডের বার্মিংঘামে বসবাসকারী মালালা ইউসুফ জাই দুদিনের জন্য নিউইয়র্কে এসেছিলেন রাষ্ট্রপুঞ্জের একটি অনুষ্ঠানে যোগ দিতে। রাষ্ট্রপুঞ্জের নয়া অ্যাজেন্ডায় বলা হয়েছেম, আগামী ১৫ বছরে পৃথিবীতে থেকে চূড়ান্ত দারিদ্রাবস্থা দূর করা হবে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম