আন্তর্জাতিক ডেস্ক : তিনি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তাঁর ব্যস্ততাও আর পাঁচজনের থেকে বেশি। বহু কঠিন সিদ্ধান্তও নিতে হয় তাঁকে। কিন্তু তাঁর সম্পর্কে এই তথ্যগুলি বেশ অবাক করার মতো। কী করেন ওবামা?
গুরুদায়িত্ব। কঠিন সিদ্ধান্ত। দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় তাঁকে। কিন্তু বারাক ওবামা অনায়াসে এই চাপ সামলে নেন। সময় বের করে নেন নিজের জন্য।
ওবামা নিজেই জানিয়েছেন, তিনি গভীর রাত পর্যন্ত জেগে থাকেন। তাঁর ট্রিটি রুমে গভীর রাতে জেগে থাকা যে তাঁর অন্যতম প্রিয় কাজ, তা-ও গোপন করেননি কখনও। তবে সকাল ৭টার মধ্যে উঠে পড়েন।
• মোটামুটি রাত দুটো পর্যন্ত জেগে থাকেন ওবামা। সাড়ে ছ’টায় পরিবারের সঙ্গে ডিনার সেরে ফেলেন। তার পরে নিজের কাজের ঘরে ঢুকে শুরু করেন কাজ। প্রথমেই ওবামা বসেন তাঁর ভাষণগুলি নিয়ে। ভাষণ নিয়ে কোনও বক্তব্য থাকলে, রাতেই মেল পাঠান তাঁর অফিসের কর্মীদের। কোনও জরুরি কাজ থাকলে, রাতেই ডেকে নেন সংশ্লিষ্ট কর্মীকে। স্পিচ পাল্টাতে পাল্টাতে অনেক সময়ে রাত কেটে যায়।
• তার পরেই ডেইলি ব্রিফিং বুক পড়ে ফেলেন। তার পরে আমেরিকার সাধারণ মানুষের থেকে পাঠানো ১০টি করে প্রশ্ন, অভিযোগ যাবতীয় কিছু পড়েন নিজে।
• রাত জাগার জন্য ওবামা চা বা কফি খান না। হালকা নুন দেওয়া সাতটি আমন্ড খেয়ে নেন। ছ’টিও নয়, আটটিও নয়, গুনে গুনে সাতটি।
• রাতেই অবশ্য সময় বের করে খেলার চ্যানেলে চোখ রাখেন মার্কিন প্রেসিডেন্ট।
• সময় বের করে অন্তত চারটি খবরের কাগজ পড়ে নেন। থাকে নিউ ইয়র্ক টাইম্স, ওয়াশিংটন পোস্ট এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
• স্ত্রী মিশেলের সঙ্গে ‘‘ব্রডওয়াক এম্পায়ার’’, ‘‘গেম অফ থ্রোনস’’ বা ‘‘ব্রেকিং ব্যাড’’-এর মতো টিভি শো-ও দেখেন। -এবেলা
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম