মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০২:৩৮:৪৫

গ্রেফতার সেই জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল সিরিয়ার আইএস নেতার

গ্রেফতার সেই জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল সিরিয়ার আইএস নেতার

আন্তর্জাতিক ডেস্ক : গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ভারতের বর্ধমান ষ্টেশনে আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল মসিউদ্দিন আহমেদক ওরফে মুসা নামে এক সন্দেহভাজনকে। তার সঙ্গে আরও দুই সন্দেহভাজনও ছিল। তাদের খোজে তল্লাশি শুরু হয়েছে।

গ্রেফতারকৃতের কাছ থেকে মোবাইল, এয়ারগান ও ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। মিলেছে চেন্নাই থেকে ফেরার টিকিটও। পুলিশ জানতে পেরেছে সিরিয়া, আফগানিস্তানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ ছিল মুসার। সেখান থেকে নিয়মিত আর্থিক সাহায্যও পেত ওই জঙ্গি।

রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতারের পর থেকে দফায় দফায় তাকে জেরা করে। ধৃতের জঙ্গিযোগ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে আজ তাকে কলকাতা নিয়ে আসা হয়েছে। কলকাতায় নিয়ে আসার পরে গ্রেফতারকৃত মুসাকে দীর্ঘক্ষণ জেরা করে এনআইএ এবং সিআইডি।

গ্রেফতারকৃতকে জেরা করে গোয়েন্দারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, সিরিয়ার প্রথমসারির জঙ্গি নেতা সফি আরমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই জঙ্গির। প্রায় প্রতিদিনই ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সফি আরমারের সঙ্গে যোগাযোগ করত মুসার। এই তথ্য পাওযার পরেই গ্রেফতার জঙ্গির উদ্দেশ্য আরও খতিয়ে জানতে চাইছেন গোয়েন্দারা।

এরাজ্যে ঠিক কী ধরনের পরিকল্পনা নিয়ে সে এসেছিল এবং এখনও পর্যন্ত কোনও জঙ্গি মডিউল গড়ে তুলতে পেরেছে কি না, সেই বিষয়েও বিশদে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ করবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারকৃতের বাড়ি বীরভূমের লাভপুরে বিডিও পাড়ায়। তামিলনাড়ুর শ্রীপুর জেলার  আন্দাপালিয়াম  থেকে দিন কয়েক আগে কলকাতায় আসে ওই যুবক। তখন থেকেই এনআইএ তার উপরে নজরদারি চালাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ধর্মতলা থেকে ধারাল অস্ত্র কিনে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে  লাভপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখানে তিনজনকে গলা কেটে খুনের চক্রান্ত ছিল। তবে তার আগেই ধরা পড়ে গেল অভিযুক্ত। সাত থেকে আটটি ভাষায় কথা বলতে পারে মুসা।  ধৃতের সঙ্গে আইএস যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছেন পুলিশ ও গোয়েন্দারা। -এবেলা
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে